সত্যের পাঁচালি
আলী হোসেন
জানলে পাই তথ্য আর বুঝলে মেলে সত্য
না বুঝলে জানার মানে
না বুঝলে জানার মানে
বোঝার মাঝে গর্ত
বুঝতে গেলে যুক্তি লাগে
বুঝতে গেলে যুক্তি লাগে
সঙ্গে লাগে তথ্য
বুদ্ধি দিয়ে বিশ্লেষণেই বেরিয়ে আসে সত্য।
বুদ্ধি দিয়ে বিশ্লেষণেই বেরিয়ে আসে সত্য।
জানা মানেই বোঝা তো নয়, যেমন দুধ ও ঘি
দুধ থেকে ঘি পেতে গেলে
জানেন লাগে কী?
বিজ্ঞ জনের বুদ্ধি লাগে
সঙ্গে বিশেষ ধী
চিন্তায় লাগে মুক্ত বাতাস সন্দেহ আছে কি?
বিশ্বাসের অনেক বয়স, চাপ গিয়েছে বেড়ে
হাতড়ে বেড়ায় চারপাশটা
আসল সত্য ছেড়ে
জানলে মেলে তথ্য কেবল
চিন্তায় মাথা গেঁড়ে
বুদ্ধি ছোটে তথ্য ঘেঁটে সত্য আনতে পেড়ে
-----------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন