ঝড় উঠুক ঝড় উঠুক তবে - প্রেমের ছড়া। লিখেছেন - ছড়াকার আলী হোসেন।
ঝড় উঠুক ঝড় উঠুক তবে
রক্ত চোখের বনে
সেই ঝড়, যা জ্বালবে আলো
অন্ধ মনের কোণে
ঝড় উঠুক ঝড় উঠুক তবে
অন্ধ মনের দ্বারে
সেই ঝড়, যা ভাঙবে বেড়া
ভেদ-ভাবনায় বাড়ে
ঝড় উঠুক ঝড় উঠুক তবে
রৌদ্র-ভেজা দোরে
সেই ঝড়, যা ভাঙবে আঁধার
নতুন দিনের ভোরে
ঝড় উঠুক ঝড় উঠুক বলে
করোনা এলো দিলে
টিকি টুপির বাসভূমি তাই
শূন্যতা নিলো গিলে।
টিকি-টুপির বিভেদ মেলায়
কোভিড করে রাজ
কাক-পক্ষীর নেই দেখা তাই
শূন্য বুকের মাঝ।
শূন্যতার এই নিশূত বেলায়
চাতক চেয়ে বলে
ভালোবাসার রোদ পোহালে
শঙ্কা যাবে চলে।
দেখুন ফেসবুকে এখানে ক্লিক করুন
Khub sundor
উত্তরমুছুন