করোনার কারণে খেলাধুলা মাটি
বসে বসে ঘরে
সারাদিন ধরে
খাচ্ছি-দাচ্ছি আর খুনসুটি খাঁটি
ফুল-পাখি চুপচাপ শূন্যতার সাজ
ভাবি জানলায়
বসে নিরালায়
বস্তির শিশুটিরও নেই বুঝি কাজ
খেলার সময় তার অনেকটাই আছে
খেলতে সে চায়
অথবা সে যায়
ছুটে গিয়ে শুনি গান পাখিটির কাছে
হঠাৎ মোচড় দিয়ে পেট গান গায়
জানালায় বসে
খোকা ডাকে হেসে
শুনবি কি গান তবে এইখানে আয়
তোর আজ ছুটি আমারও তো তাই
নেই কোনো কাজ
শোন বলি আজ
গিটারে গাইবো গান তোর শোনা চাই
বস্তির শিশুটি বলে নিয়ে অভিমান
এইদিকে চাও
শুনতে কি পাও
পেটের সেতারে বাজে না খাওয়ার গান?
----------/---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন