ঘামকথা : আলী হোসেন
আলী হোসেনের কৃষক আন্দোলন বিষয়ক ছড়া
খাওয়াও তুমি পাওনা খেতে, এটাই তোমার দেশতোমার আকাশ তোমার ভুবাস
তোমার ঘামের গন্ধ-সুবাস
নেয় শুষে যার ঝরে না ঘাম
রোদে পোড়ার দেয় না যে দাম
রক্ত শুষতে বানায় কানুন, তারা ধরেন ছদ্মবেশ।
এই কানুন কী মানবে তুমি, মুষ্টি ওঠাও গুনতে
তোমার ঘামের মূল্য যত
শুধতে হবে এ ঋণ তত
বানিয়ে তোমায় দাবার বোড়ে
ভাগ না বসায় পুঁজির ফড়ে
বিক্রি হয় না ঘামকথা, তা বাধ্য করো শুনতে।
দেখুন ফেসবুকে। এখানে ক্লিক করুন
দেখুন YourQute এ।
ঘাম ঝরার মুল্য কজন বোঝে
উত্তরমুছুন