কৃষক, ও কৃষি আন্দোলন ২০২০ সংক্রান্ত ছড়া। লিখেছেন জনপ্রিয় রাজনৈতিক ছড়াকার আলী হোসেন।
কৃষক তুমি মুষ্টি ওঠাও সঙ্গে আছি আমরা
তুমি আমার অন্নদাতা তুমিই জীবন ভোমরা
কৃষক তুমি মুষ্টি ওঠাও সঙ্গে সারা দেশ
তোমার মুঠো-শক্তি বোঝে পুঁজির ছদ্মবেশ
কৃষক তুমি মুষ্টি ওঠাও বলছে মাঝিমাল্লা
পুঁজির ফোঁড়ে হারবে ভারী হবে তোমার পাল্লা
কৃষক তুমি মুষ্টি ওঠাও সঙ্গে শ্রমিক সেনা
পুঁজির ফড়ে বুঝুক তোমায় যায়না কেন কেনা
কৃষক তুমি মুষ্টি ওঠাও সঙ্গে ছাত্র-যুব
তারাও বোঝে শাসক-পুঁজির সঙ্গ হয়না শুভ
কৃষক তুমি মুষ্টি ওঠাও আমরা আছি সঙ্গে
তোমার যারা শত্রু তারা বিফল হবে বঙ্গে।
কৃষক তুমি মুষ্টি ওঠাও জয়ী হবে তুমি
তোমার সঙ্গে সবাই আছে গড়তে স্বপ্ন ভূমি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন