পাপ করেছো ভয় পেওনা
এসো আমার দলে
আমার আছে পাপ মোছানো
কল যে করতলে
এক ছোঁয়াতে পাপ মোছাবো
আর এক ছোঁয়ায় খুন
জয় সিহিরাম বললে মুখে
ঘুষ নেওয়া হয় গুণ
ঘুষ নিয়েছো বেশ করেছ
এবার কাছে এসো
ই-ডি সি-বি-আই জানো তো
আমার বড় মেসো
মেসোর আমার অনেক গুণ
বললে শোনে কথা
কথা আমার না শুনলে সে
পায় যে ভীষণ ব্যাথা
যা ইচ্ছা তাই করো এসো
আমার পদতলে
আমার হাতের জাদুতে পাপ
নিত্য মোছা চলে।
হাসছো বুঝি বুজঝো না তো
খুঁজছো বুঝি বেসিন?
জানোনা বুঝি কিনেছি কবেই
পাপ মোছানো মেশিন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন