মুক্তির যুক্তি আলী হোসেন দেশকে আমি মা বলবো? হ্যাঁ, বলতে পারি 'না' বললেই দেশদ্রোহী? না, মানতে পারি জোর করে কেউ মা বলালে, মা বুঝি হয় খাঁটি? জোর করলেই হয় কখনো, সোনার-পাথরবাটি? দেশ যে আমার মায়ের মত ভাবতেও পারি তোমার মত কখন তুমি জানো? তুমিই যদি মায়ের মত আধপেটা খেয়ে অর্ধমৃত একমুঠো ভাত আনো। দেশকে বলো মায়ের মতই, বললেই আমি খাঁটি? তোমার কাছে পাহাড় প্রমাণ কেন পুঁজির আঁটি? দেশের মাটি, মায়ের মত, প্রমাণ কোথায় আছে? মায়ের আঁচল শক্ত করে, কেন বাঁধা তোমার কাছে? তাই কি তোমার দরদ এত, মাকে ক্ষেপাও তুমি দেশ যে সবার মায়ের মতই, সবার জন্মভূমি তবে কেন মা মা করে মায়ায় ভোলাও তুমি তোমার হাতেই বন্দী কেন, আমার মাতৃভূমি যদি ভাবতে পার আমার মত পথের পাশের ঝুপড়ী যত পালটে হবে বাড়ি থাকবে তাতে রাম ও রহিম বীর গৌতম খ্রিষ্ট- মহিম হানা-ও-হানি ছাড়ি। থাকবে তাতে ভেমুলা রহিত থাকবে নানক গুরু থাকবে সুখে হাস্যমুখে আবার গাইবে মারাংগুরু বাতাস গাইবে ভালোবাসার গোলাপ ফুলের গান ভাসবে,শাল পিয়ালের বনের মনে স্বাধীনতার ঘ্রাণ ২৫/৮/২০১৭ ৩:২০ এ এম
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি শিখতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি সে, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা আজ, নাম হল তার বাহারি পেটফোলা সে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি একের তাকেই কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে না কি, এ নতুন যে ভাঙতে শেখায়, অসময়কে সমানতলে! পাল্টে গেল আলু-ভাজা, তার নাম হল কি বাহারি তার! পেটফোলা হল চিকনকালা চিপস্ নামে খুব মানায় যার! এক টাকার সে পাঁচ টাকায় এলো, স্ট্যাটাস গেল বেড়...