সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নিত্য মাঝি সাজি

জীবন নদীর জোয়ার-ভাটায়, আমরা হলাম মাঝি জোয়ার আসে রাত্রিদিন ভাটাও দেখি নিত্যদিন ভয় পাওয়া তাই ফালতু তেমন মরুর মরীচিকা যেমন জীবন নদীর নৌকা বাইতে, তাই নিত্য মাঝি সাজি

বই দিয়ে যায় চেনা

বইয়ের আমি বইয়ের তুমি বই দিয়ে যায় চেনা বই না পড়ে কেমন করে জানবে জীবন যাচ্ছে ঝরে? এসব কথা শুনে শুনে গাঁটের পয়সা গুনে গুনে বইয়ের নেশায় পড়ে দেখো বই হয়ে যায় কেনা বই অনেকে কেনে কি...

যোগী দাদুর বাড়ি

হারাধনের দশটি ছেলে হারিয়ে গেল কোথায় জানতে হলে খুঁজতে হবে খুঁজতে হলে যেতেই হবে যোগী দাদুর বাড়ি! জানি জানি, শুধু বলো সেটা যেন কোথায়? ঐ যেখানে মজার দেশ মজার কোন নেইকো শেষ শোকের মুল্লুক ছাড়ি! জানি জানি, শুধু বলো ন্যাতড়া যেন কোথায়? ঐ যেখানে সকালবেলায় চাঁদ হেসে দেয় হেলাফেলায় পুবের আকাশ পাড়ি! জানি জানি, আমি জানি তুমিও জানো বোধহয় ঐ যেখানে তোতাপাখি করতে দেখি ডাকাডাকি ছুটতে জলে গাড়ি! ____________ 22/11/2017 সন্ধ্যা 6 টা 25 মিনিট ব্রহ্মপুর, কলকাতা 700096

বাবার বাবা

আলী হোসেনের ছড়া - বাবার বাবা এ সবই তার রেশ তোমার কাছে চাইবো কিছু এত সাহস কোথায় তবু তুমি বুঝতে পারতে চেয়ে চোখের তারায় চাইছি আমি কী তোমার বুকে বুক রাখলে বুকটা উঠতো ফুলে সব সংশয় শুকিয়ে যেত ঠোঁটটা ঠোঁটে ছুঁলে ভয়টা আবার কী! ফিরতে তোমার দেরি হলেই, বুকটা হত ভারী এপাশ ওপাশ ফিরেই শুধু নিদ্রা যেতো ছাড়ি বুঝতে পারি আজ তোমার বুকে পা তুলে দে জড়িয়ে তোমার গলা তোমার বুকে মুখটা গুঁজে ভয়কে ঝেড়ে ফেলা কত সহজ কাজ আমি এখন বুঝি সবই বোঝাই তাকে কত ছেলে আমার বলে এসব ছেলে-মানসি যত বুঝতে পারি বেশ আমার যখন বয়স ছিল আমার ছেলের মত এসব শুনে মন বলত দুর, 'আদিখ্যেতা যত' এ সবই তার রেশ ----------xx---------

হাঁটি হাঁটি পা পা

হাঁটি হাঁটি পা পা সোনা হাঁটে ছোটে না এরপর জানে না কোথা যাবে কেন বা তাও তার হাঁটা চাই কোন বাধা মানা নাই মানা নাই মানা নাই মানার মানে জানা নাই সোনা তাই যেতে চায় যত দূর মন চায়। যেতে যেতে ভাবে ছাই কোথা যাবো মনে নাই অবশেষে সোনা তাই বলে ফিরে যেতে চাই মামনির কোল ছাড়া আর কিছু চেনা নাই। ** শ্যামাশ্রীর মেয়ের হাঁটার ছবি দিয়ে লেখা। উৎস জানতে এখানে ক্লিক করুন

মজার মানুষ

মজার মানুষ :  ছড়াকার আলী হোসেনের একটি অনবদ্য রাজনৈতিক ছড়া।  মজার দেশে আছি আমি ভাবতে মজা লাগে হাভাতেরা ফসল ফলায় লুটেরা নিয়ে ভাগে ফলায় যারা পায়না তারা পেট ভরেনা তাদের আমরা খেয়ে উদর ভরি যোগ্যতা নেই যাদের  ওদের আছে গতর কিন্তু বুদ্ধি ভীষণ মোটা ভাই ভাইয়ের মাথা ফাটায় নিয়ে লাঠিসোটা আমি যখন হেঁকে বলি, কান নিয়ে গেল চিলে কানে হাত না দিয়েই বেটা ভাইটাকে খায় গিলে  মধু খাবো বলে যখন ঢিল ছুড়ি মৌচাকে বোকার বেটা লাফ দিয়ে খায় মাছির কামড়টাকে বাজি রেখে বউটাকে সে ধর্ম রক্ষায় ছোটে দুবেলা ভাত জোটেনা কেন ভুলেই খাটে ভোটে ধর্মের নামে যমের দড়ি গলায় পরে তাই আমিই শত্রু ভুলে গিয়ে ভাইকে মারে ভাই  -----------##---------- প্রকাশিত, বাংলাদেশ থেকে। 07/04/2018  4:35 পিএম

স্টিফেনস হকিং

স্টিফেনস হকিং স্টিফেনস হকিংকে নিয়ে আলী হোসেনের ছড়া তোমার জন্য মুক্ত মনের নিশান দেখি উড়তে তোমার জন্য অন্ধকারে সাহস করি ঘুরতে তোমার জন্য ভন্ড যারা মুন্ডু করে নিচু তোমার জন্য পঙ্গু দাঁড়ায় করে মাথা উঁচু তোমার জন্য নতুন আকাশ রঙিন রূপে এলো তোমার চোখে কৃষ্ণ গহবর আলোয় ভরে গেল তোমার চোখে দেখল আলো কৃষ্ণ কিরণ রোখে আলো খেয়ে বেড়ায় বেটা ধরা না দেয় চোখে তোমার চোখে বিশ্ব দেখে কৃষ্ণ কণার শেষ কোয়ান্টাম বল উছিয়ে আছে অস্ত্র হতে বেশ কোয়ান্টাম বলে, শূন্য দেখো, শূন্য তো নয় কিছু আয়ান সাথে রাধা ঘরে বেড়ায় পিছু পিছু কৃষ্ণ কিরণ দেখে রাধার নজর যখন লাগে কৃষ্ণ বেটায় জোড় ভাঙতে দিবারাত্রি জাগে সুযোগ বুঝে জোড়া ভাঙে রাধার প্রেমে পড়ে আয়ানকে দেয় দূরে ঠেলে কৃষ্ণ প্রেমের তোড়ে  আয়ান রাধা ভার্চুয়াল কণা কণায় কণা মেশে কৃষ্ণ কিরণ কোয়ান্টাম বল খাটায় অবশেষে রাধার থেকে আয়াণ ঠেলতে যতই লাগায় বল কৃষ্ণ কিরণ শক্তি হারায়, খোয়ায় যা ছিল সম্বল বললে তুমি এ প্রেম কথা সহজ সরল ঢঙে  সাদাকালো মনের ময়লা রাঙিয়ে দিলে রঙে এ রঙ তুলি তোমার হাতে সরলো মরু ধুধু দেখে তোমার বিনা বিশ্ববাসী কৃষ্ণ কালো শুধু

রক্তেই আছে রুচি — আলী হোসেন

রক্তেই আছে রুচি আলী হোসেন  মায়ের জন্য একরাত ঠেলে প্রভাত আসুক নেমে সেই প্রভাতে হাসবো আমি আঁধার যাবে থেমে মনের আঁধার কাটছে না তো ধর্মের মোহ ঝড়ে মানুষ হয়েও মারছে মানুষ আকাশ কেঁদে মরে আকাশ আমায় ভাগ করেনি ভাগ করেছ তুমি এক বাতাসে শ্বাস নিয়েও যে ভাগ করেছে ভূমি ভাগের মা আজ গঙ্গা পায় না ভাসছে পচা বিলে এই মা দেখি মায়ানমারে কাঁদছে অথৈ ঝিলে ঝিলের পাখি পথ হারিয়ে আঁধার রাতের বুকে ভাসছে মা তাই বিসর্জনে গলছে ধুঁকে ধুঁকে থাকবে কি তবু চোখ বুজিয়ে তুমি অন-সান-সু-চি শান্তির দূতের মুখে কি শুধু রক্তেই আছে রুচি! --------xx-------- 🙋 পাঠকের প্রতিক্রিয়া দেখুন ফেসবুকে

মুক্তির যুক্তি

মুক্তির যুক্তি আলী হোসেন  দেশকে আমি মা বলবো? হ্যাঁ, বলতে পারি 'না' বললেই দেশদ্রোহী? না, মানতে পারি জোর করে কেউ মা বলালে, মা বুঝি হয় খাঁটি? জোর করলেই হয় কখনো, সোনার-পাথরবাটি? দেশ যে আমার মায়ের মত ভাবতেও পারি তোমার মত কখন তুমি জানো? তুমিই যদি মায়ের মত আধপেটা খেয়ে অর্ধমৃত একমুঠো ভাত আনো। দেশকে বলো মায়ের মতই, বললেই আমি খাঁটি? তোমার কাছে পাহাড় প্রমাণ কেন পুঁজির আঁটি? দেশের মাটি, মায়ের মত, প্রমাণ কোথায় আছে? মায়ের আঁচল শক্ত করে, কেন বাঁধা তোমার কাছে? তাই কি তোমার দরদ এত, মাকে ক্ষেপাও তুমি দেশ যে সবার মায়ের মতই, সবার জন্মভূমি তবে কেন মা মা করে  মায়ায় ভোলাও তুমি তোমার হাতেই বন্দী  কেন, আমার  মাতৃভূমি যদি ভাবতে পার আমার মত পথের পাশের  ঝুপড়ী যত পালটে হবে বাড়ি থাকবে তাতে রাম ও রহিম বীর গৌতম খ্রিষ্ট- মহিম হানা-ও-হানি ছাড়ি। থাকবে তাতে ভেমুলা রহিত থাকবে নানক গুরু থাকবে সুখে হাস্যমুখে আবার গাইবে মারাংগুরু বাতাস গাইবে ভালোবাসার গোলাপ ফুলের গান ভাসবে,শাল পিয়ালের বনের মনে স্বাধীনতার ঘ্রাণ ২৫/৮/২০১৭ ৩:২০ এ এম

নতুন শপথ

নতুন শপথ আলী হোসেন নতুন শপথ : আলী হোসেন  যতই থাকুন বরকতি, আর তাদের দোসর মোদি নতুন বছর উঠবে তেতে আকাশ-বাতাস তাতেই মেতে কারখানা আর খামার ক্ষেতে  বাধ্য করবে পিছিয়ে যেতে বাঙালি তার সংস্কৃতি, রক্ষাতে নেয় শপথ যদি। মানুষ আছে এ বাংলাতে, জোর গলাতেই বলতে চাই সামলে নেওয়ার বুকের পাটা তার জন্য চলছে হাঁটা বাঙালি তার রক্ত দিয়ে বাংলা মাকে আগলে নিয়ে বলছে মানুষ এ বাংলাতে, দ্বেষের কোন জায়গা নাই। ---------xx-------- ১৪/০৪/২০১৭ ২২:২৫ মিঃ পাঠকের প্রতিক্রিয়া ফেসবুকে

পাল্টে গেলে

পাল্টে গেলে আলী হোসেন পাল্টে গেলে : আলী হোসেনের ছড়া পাল্টে গেলেই জীবন বাড়ে, না পাল্টালে নয়, জীবন মানে এগিয়ে যাওয়া, নইলে মৃত্যু হয়। .... আলী হোসেন ৮/৭/২০১৬

পেটের পাঁচালি

পেটের পাঁচালি আলী হোসেন মন ভালো নেই, নেই ভালো কেউ যেমন ছিলাম আগে, এমন ভাবে ভাবতে এখন ভীষণ একা লাগে। আমের চেয়ে কাঠাল ভালো স্বাদে দারুণ মিষ্টি, মন ভরে যেই খেলাম অনেক পেট বলে অনাসৃষ্টি। মনের টানে টান পড়েছে পেট বলে আর না, চোখের খিদেয় স্বাদ মেটেনা পেট বলে তার না। দাদার চেয়ে দিদি ভালো মন বলেছে ভাই, দিদির কোলে বিষম খেয়ে গান ধরেছি তাই। মনের সাথে মন মেলে না পেটের কথা বাদ, দিদির কোলে দু-হাত তুলে প্রাণ ভরে তাই কাঁদ। ------xx----- প্রথম প্রকাশ ফেসবুক দেখুন

একুশ আমার - আলী হোসেন

একুশ আমার আলী হোসেন একুশ আমার - আলী হোসেন  একুশ আমার একুশ তোমার  একুশ বাঙালির, একুশ আমায় কাঁদায় হাসায়  একুশ কাঙালির। একুশ আমার ভালোবাসার মায়ের বুকের দুধ, একুশ আমার জীবন-মাসের সোম-মঙ্গল-বুধ...। একুশ আমার স্বপ্ন দেখায়  একুশ আমার সুখ, একুশ শেখায় তুলতে মাথা জুড়তে ভাঙা-বুক। একুশ আমার জন্য আনে ভালোবাসার ফুল, একুশ আমার জন্য কাঁদে একুশ ভাঙায় ভুল। একুশ আমার পিঠে-পুলি পান্তা ভাতে নুন, একুশ আমার আপন যেন মায়ের পেটের বুন। একুশ আমার বেড়ে ওঠার মন্ত্রণাতে ভরা, একুশ আমার খুনসুটিতে সন্ধ্যারাতের তারা। একুশ তোমার জন্য কথা বলি রাষ্ট্রসংঘে,  একুশ আমার মাকে চেনায় বিশ্ববাসীর সংগে। ----------xx--------- প্রথম প্রকাশ : ছড়াপত্রিকা/১৩০ পাতা, ষোড়শ সংখ্যা, ফেব্রুয়ারি ২০১২, বাংলাদেশ প্রকাশক, মাহবুবুল হাসান পাঠকের মতামত  দেখুন ফেসবুকে

স্বাধীনতা তুমি কার?

স্বাধীনতা তুমি কার আলী হোসেন স্বাধীনতা তুমি কার ক্ষুধার খাঁচায় ভাবছি বসে স্বাধীনতা তুমি কার আজকের সিধু কানুও ভাবছে উত্তর মেলা ভার! কলিজা ছিঁড়ে রক্ত ধারার বহিয়েছে যে গঙ্গা নিজের জীবন বিলিয়ে দিয়ে হারিয়েছে সে সংজ্ঞা সেই রক্ত-গাঙের শুভ্রধারায় সোনার তরী বেয়ে আসলো সে এক স্বাধীনতা যেন আপন ঘরের মেয়ে বিন্দু বিন্দু রক্তে যাঁরা ভরেছে বিষাদ সিন্ধু নয় তো তাঁরা একটি জাতি মুসলিম বা সে হিন্দু ক্ষুদে যতীন শহীদ হল হল শহীদ সে প্রফুল্ল অস্ফাকুল্লার মায়ের দুঃখে হলাম যে উৎফুল্ল স্বাধীনতা তুমি করেছ স্বাধীন দিয়েছো কি সেই মুক্তি আমিই আমার শাসক বানাই এই কি তোমার যুক্তি? স্বধীনতা তুমি করেছ স্বাধীন মুক্ত করেছ বন্ধন! তবু কি থেমেছে মানুষের আজ অনাহারে ক্রন্দন তুমি কি দিয়েছ নিঃস্ব ছেলের মুখে একমুঠো ভাত পেরেছো ঘোঁচাতে বৈষম্যের নিঝুম নিশুতি রাত দেশনেতা যেন বেশনেতা আজ লোক ঠকিয়ে চলে লাখো সন্তান পিষে যায় তার নিষ্ঠুর যাঁতাকলে রক্ত নিয়েছো করে প্রতিজ্ঞা দেবে বলে স্বাধীনতা তবু, এত বছরেও আহত কেন মানুষের মানবতা? --------//------- পাঠকের প্রতিক্রিয়া দেখুন ফেসবুকে মূল ছড়াটি দেখুন এখানে ক্লিক করে  ১০/০৫/১৯৮৭ চড়ুইগাছি, গাইঘা...

চন্দ্রাভিযান

চন্দ্রাভিযান আলী হোসেন বিজ্ঞান মেলা পত্রিকার প্রচ্ছদ স্কুলে যাও খোকন সোনা মা বললেন হেসে, বড় হলে তোমায় নিয়ে যাব চাঁদের দেশে। দুষ্ট ছেলে মিচকি হেসে বললো, না-না-না আর্মস্ট্রোং গেছেন সেথায় সেথায় যাব না। মায়ের প্রশ্ন অবাক হয়ে এবং একটূ হেসে আর্মস্ট্রোং গেছেন বুঝি ও-ওই চাঁদের দেশে! এখান থেকে অত দূরে হয় কখনও তা? সত্যি করে বল-না খোকা বকিস নি যা-তা দুষ্টু ছেলে মিষ্টি হেসে বললো শোন গল্প বেতারেতে শুনেছি আমি মনেও আছে অল্প। দিনটি ছিল একুশে জুলাই ষাট দশকের শেষ ‘ঈগল’ সাথে এপোলো এগারো ছাড়লো মাটির দেশ। মরুৎ সাগর উল্কাপিণ্ড সব পিছনে ফেলে ‘এপোলো এগারো’ ‘মুক্তি বেগে’ গেলো শুন্যে চলে। তিন আমেরিকান আছেন বসে ছোট্ট ফেরিযানে, একটি করে ওয়ার্লেস তাদের লাগানো আছে কানে। আর্মষ্ট্রং আছেন, কলিন্স আছেন আছেন অলড্রিন। হৃদয় তাদের কাঁপলো নাতো নয়-কো তারা ক্ষীণ। দীর্ঘ পথের সীমা পেলো পৌছে চাঁদের আকাশ, সেথায় জেনো নেই তো কোনো জীবনদায়ী বাতাস। অবশেষে চাঁদের দেশে নামলো ওরা তিন যন্ত্র ‘ঈগল’, আর্মষ্ট্রং সহচর অলড্রিন। এই বিশ্বের আর্মষ্ট্রং চাঁদে দিলেন পা, শুনে মানুষ অবাক হলেন দেখে হলেন হাঁ। চাঁদের আকাশ মেঘশূন্য হয় না সেথা বৃষ্টি, ভাব...

আলী হোসেনের জনপ্রিয় ছড়াগুলো পড়ুন

একলা হলে

একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন  তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা  বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে  একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত  একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------

সাগরের জল

সাগরের জল শুকায় না তাই দিলে কয়েক ফোঁটা তাতেই আঁচল ভরলো মায়ের হল সূর্য শুরু ওঠা সেই জলেতেই ভিজলো কুঁড়ি ফুটলো মুখে কথা সেই কথাতেই লিখি এখন সকাল-সাঁঝের গাথা গাথার পাহাড় তোমায় নিয়ে তুমি প্রাণের নাগর তোমার জলেই সিক্ত মধু সেচেন সিন্ধু সাগর সেই সাগরের মুক্ত এখন জ্বালায় দেখি আলো সেই আলোতে রাঙিয়ে ওঠে মায়ের সিঁথির লালও তোমার জলের জোয়ার যখন গর্জায় বারংবার সেই জোয়ারে গুঁড়িয়ে যে যায় সাদার অহংকার সে অহংকার তোমার সাজে গর্জে ওঠে স্বর মায়ের ডাকে শুকায় দেখি মাতাল দামোদর সাগর জলেই মেশে যেমন ময়লা জলের ধারা তারই বুকে আছড়ে পড়ে হয় সে বাঁধন হারা তেমন করেই তোমার বুকের ঠিকরে এলো আলো তোমার জন্য আঁধার গুলোও আলোয় ধুঁয়ে গেলো সেই আলো আজ নিভুনিভু আঁধার ঢাকছে ঘর সেই আঁধারের গেরুয়া বাতি করছে আপন পর এসব তুমি দেখছো কি আজ বলো উচ্চ করে শির যে-শির তোমার চেনায় আজও তুমি বিদ্যাসাগর বীর ------- দেখুন ফেসবুকে : এখানে ক্লিক করুন

শরৎ গাথা

শরৎগাথা: ছড়াকার আলী হোসেনের দুই বাংলার জনপ্রিয় ছড়া  ্র আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি               এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে। আকাশ মাটির মনের কথা জল করেছে বুকের ব্যথা মুখের কালো দূর করেছে বেশ, ভাদ্র এসে                 ভদ্র বেশে আশ্বিন তার সঙ্গে মেশে শিউলি-কাশে ভরিয়ে দিল দেশ। শরৎ এলো হাওয়ায় ভেসে শিশির তারই সঙ্গে মেশে ঘাসের ডগায় রুপোর নাকের ফুল শরৎ আনে                    নতুন মানে দোয়েল শ্যামার নতুন গানে বাবুই বোনে নতুন কানের দুল কমতে থাকা বিলের জলে ডাকপাখিরা হেঁটে চলে পানকৌড়ি ডুবমারে মাছ ধরতে, এমন মাসে                 দুর্গা আসে লক্ষ্য থাকে অ...

চোখ-কান-মন শোনে তিনজন

চোখ-কান-মন শোনে তিনজন : জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের একটি জনপ্রিয় ছড়া।  দেখছো তুমি, দেখছি আমি, দেখছি সকল সময় দেখছে সবাই, যা হয় তা-ই কেবল, আমিই দেখছি নাই কারণ কী তা খুঁজতে গিয়ে হোঁচট শুধুই খাই কী তার কারণ, অবশেষে বললে খাদেম ভাই চোখের সাথে কান ছিল না সঙ্গে ভোলা মন ছিল না চোখ-কান-মন দেখে তিন-জন মানছি না সব-সময়। শুনছো তুমি, শুনছি আমি,  শুনতে কান তো চাই-ই আমার সাথে শোনে খাদেম সঙ্গে শোনায় ন-ভাই হাতেম সে গজল মাঝে গাইলো খেয়াল খেয়াল করি নাই কারণ কী তা খুঁজতে গিয়ে আবার হোঁচট খাই কী তার কারণ, নেই যে বারণ খাদেম শোনায় গহীন কারণ চোখ-কান-মন শোনে তিন-জন, মোটেও মানো নাই। চোখ ছিল ঠিক, কান ছিল তাও, তবুও বুঝি নাই বোঝার জন্য মন দিয়েছি সঙ্গে শোনার ভান করেছি সবাই বুঝলো, মেঘ করলেও বৃষ্টি কেন নাই আমি কেন বুঝতে  কেবল শুধুই হোঁচট খাই খাদেম বলে শুনতে চাও মনের সাথে কানকে নাও চোখ-কান-মন বোঝে তিনজন, মোটেও ভুলতে নাই। ---------x---------- 📖 এবিষয়ে আরও পড়ুন : চোখ কান মন দেখে তিনজন পাঠকের প্রতিক্রিয়া ফেসবুকে দেখুন 👉👉দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের আরও ছড়া পড়ার জন্য নিচের লিঙ্কে ক্ল...

শুভ নববর্ষ

শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া :  শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা  নতুন করে বলি বলে, পুরানো পায় নতুন রূপ নতুন করে পাবো বলে, নতুন করে জ্বালাই ধূপ — বুঝছি কি? এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি চিনছি গিয়ে, রেষ্টুরেন্ট আর শপিংমলে! এ নতুন যে ভাঙছে বাঁধন, যাচ্ছে সময় রসাতলে! — বুঝছি কি? নতুন কিছু পাবো ভেবে, পাল্টে দিলেই খাবার নাম মাছভাজা হয় ফিসফ্রাই আর সঙ্গী হয় দ্বিগুণ দাম পাল্টে গেল আলু-ভাজা আজ নাম কি বাহারি তার! হাওয়ায় ফোলা প্যাকেট ভরে চিপস্ হল নাম যার! — বুঝছি কী? এক টাকার তা-ই পাঁচে কিনে স্ট্যাটাস গেলো বেড়ে গিন্নি খুশী হেঁকে বলেন, বাব্বাহ্! বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও বেজায় খুশি বটে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ — বুঝছি কী? -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে

হিমুর সহজপাঠ

হিমুর সহজপাঠ আলী হোসেনের ছড়া : হিমুর সহজপাঠ  অ  অমল বানায় নতুন বাড়ি, আজিজ গাঁথে ইট সেই বাড়িতে কে উঁকি দেয়, সুতোয় দিতে গিঁট আ  আকাশ বলে হেসে হেসে, শোনরে বোকা আলী মশলায় রাজা মেশায় জানিস দ্বেষ মেশানো বালি ই ইদের সিমাই যখন নিমাই মনের সুখে খায় বুক ভরে যায় কাসেম শেখের রাজায় আঁড়ে চায় ঈ ঈশ্বর হাসে এসব দেখে মানুষ বেজায় বোকা বোঝে না সে আমার নামে শয়তানে দেয় ধোঁকা উ উড়ে এসে বিভেদ বাড়ায় সব শোষকের ভাই মানুষ কবে বুঝবি তোদের পৃথক করি নাই ঊ ঊনিশ বিশে ধানের শীষে মোহর ধরায় যারা ধর্মের ষাঁড় গোলায় ভরে, পায় না খাটে যারা ঋ ঋষি মশাই শোনায় শমন, ধর্মেতে নেই মতি জাহান্নাম আর নরক যে তোর করবে ভীষণ ক্ষতি এ এক্কা গাড়ি দেবে ছাড়ি চড়বে হওয়াই গাড়ি ধর্ম রক্ষায় ক্ষুদ্র জীবন যারাই দেবেন ছাড়ি ঐ ঐ দেখা যায় শত্রু তোমার, খড়গ তুলে ধরো জীবন যদি যায় তবে যাক, ধর্ম রক্ষা করো ও ওই দেখা যায় স্বর্গ তোমার বৃথাই খোঁজো সুখ ধর্ম শত্রুই আসল শত্রু, মারলেই ঘোঁচে দুখ  ঔ ঔষধ পত্র ছেলের শিক্ষা কিম্বা মেয়ের বিয়ে এসব কিছুই তুচ্ছ দেখো ধর্মেতে মন দিয়ে ক কমল কাকুর মন ভরে যায়, গোলাম আলীর গানে ...

চকলেট ও খোকা

চকোলেট খেলেই জেনো, দাঁতে ধরবে পোকা শুনে কথা মনের ব্যথা ভীষণ গেল বেড়ে মায়ের উপর ভীষণ রেগে কাঁদলো গলা ছেড়ে ভাবলো খোকন বোঝেনা মা, এক্কেবারে বোকা। চকলেটে মা কী আছে গুন, বোঝেনা কেউ যেন সেকেলে সব ভাবনা ভেবে শুধুই চলে বকে গুণের খবর রাখেনা তাই মরছি আমি শোকে মায়ের প্রশ্ন বোঝাই তবু, বোঝেনা খোকা কেন? উৎস : ড্রাইভ , YourQuote 24/10/2017

মজার মানুষ

মজার মানুষ :  ছড়াকার আলী হোসেনের একটি অনবদ্য রাজনৈতিক ছড়া।  মজার দেশে আছি আমি ভাবতে মজা লাগে হাভাতেরা ফসল ফলায় লুটেরা নিয়ে ভাগে ফলায় যারা পায়না তারা পেট ভরেনা তাদের আমরা খেয়ে উদর ভরি যোগ্যতা নেই যাদের  ওদের আছে গতর কিন্তু বুদ্ধি ভীষণ মোটা ভাই ভাইয়ের মাথা ফাটায় নিয়ে লাঠিসোটা আমি যখন হেঁকে বলি, কান নিয়ে গেল চিলে কানে হাত না দিয়েই বেটা ভাইটাকে খায় গিলে  মধু খাবো বলে যখন ঢিল ছুড়ি মৌচাকে বোকার বেটা লাফ দিয়ে খায় মাছির কামড়টাকে বাজি রেখে বউটাকে সে ধর্ম রক্ষায় ছোটে দুবেলা ভাত জোটেনা কেন ভুলেই খাটে ভোটে ধর্মের নামে যমের দড়ি গলায় পরে তাই আমিই শত্রু ভুলে গিয়ে ভাইকে মারে ভাই  -----------##---------- প্রকাশিত, বাংলাদেশ থেকে। 07/04/2018  4:35 পিএম

নারী

নারী আলী হোসেন নানান রূপে দেখাও দেখি চিনতে তবু পারি রংধনু রং মেখে তুমি স্বপ্ন দেখাও ভারী নানান রূপে সামনে এসে আগলে রাখো যেই ভাবতে পারি মায়ের এরূপ তুলনা যার নেই দুঃখ সুখের ঘরে যখন বিষম বাতাস বায় পালের মত হালের পাশে প্রিয় তোমায় পায় নানান রূপে যখন দেখি মায়ের মত মুখে দু’গাল ভরে সোহাগ ছাপো কন্যা হয়ে বুকে কিশোর কালে কিশোরী হও বন্ধুর বেশে এসে ফাগুন মাসে আগুন হয়ে পোড়াও ভালোবেসে পোড়াও পোড় ভাঙো গড় সঙ্গী যখন আমি দু’য়ের মধ্যে এক'কে বলা যায় না মোটেও দামি দু'হাত ছাড়া কেউ যেহেতু কিচ্ছুটি নাই পারি এক হাত তার পুরুষ হলে অন্যটা ঠিক নারী।

বাবার বাবা

আলী হোসেনের ছড়া - বাবার বাবা এ সবই তার রেশ তোমার কাছে চাইবো কিছু এত সাহস কোথায় তবু তুমি বুঝতে পারতে চেয়ে চোখের তারায় চাইছি আমি কী তোমার বুকে বুক রাখলে বুকটা উঠতো ফুলে সব সংশয় শুকিয়ে যেত ঠোঁটটা ঠোঁটে ছুঁলে ভয়টা আবার কী! ফিরতে তোমার দেরি হলেই, বুকটা হত ভারী এপাশ ওপাশ ফিরেই শুধু নিদ্রা যেতো ছাড়ি বুঝতে পারি আজ তোমার বুকে পা তুলে দে জড়িয়ে তোমার গলা তোমার বুকে মুখটা গুঁজে ভয়কে ঝেড়ে ফেলা কত সহজ কাজ আমি এখন বুঝি সবই বোঝাই তাকে কত ছেলে আমার বলে এসব ছেলে-মানসি যত বুঝতে পারি বেশ আমার যখন বয়স ছিল আমার ছেলের মত এসব শুনে মন বলত দুর, 'আদিখ্যেতা যত' এ সবই তার রেশ ----------xx---------