বাপের আমি বাপ্ কথায় ধরে হাঁফ এমন ছেলের জেরায় পড়লে সাত-খুনী পাবে মাপ কথার পর কথা বলছি যথাতথা সর্ব বিষয়ে বোদ্ধা আমি কেউ খুলো না খাপ একের পর এক বলছি কথা দেখ খই ফুটছে মুখের ওপর কেউ পাবে না মাপ ইচ্ছে হলে পড়বো যেমন খুশি বলবো মুখের ওপর ভয় দেখালে বাড়বে ভীষন চাপ পুলিশ ডেকে ফোনে বলবো প্রাণে মনে দেখবে মজা বকলে বেশি কেউ পাবে না মাপ বই খাতা না খুলে রাখলে তাকে তুলে কেবল তখন মুক্তি পাবে এবং পাবে মাপ ভয় পেলে না বুঝি? তাকাও সোজাসুজি নিচেই আছি সশরীরে এড়ালেই হবে পাপ ============== https://m.facebook.com/story.php?story_fbid=2515398718581772&id=100003350041426
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি শিখতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি সে, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা আজ, নাম হল তার বাহারি পেটফোলা সে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি একের তাকেই কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে না কি, এ নতুন যে ভাঙতে শেখায়, অসময়কে সমানতলে! পাল্টে গেল আলু-ভাজা, তার নাম হল কি বাহারি তার! পেটফোলা হল চিকনকালা চিপস্ নামে খুব মানায় যার! এক টাকার সে পাঁচ টাকায় এলো, স্ট্যাটাস গেল বেড়...