সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

শুভ নববর্ষ

শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া :  শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা  নতুন করে বলি বলে, পুরানো পায় নতুন রূপ নতুন করে পাবো বলে, নতুন করে জ্বালাই ধূপ — বুঝছি কি? এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি চিনছি গিয়ে, রেষ্টুরেন্ট আর শপিংমলে! এ নতুন যে ভাঙছে বাঁধন, যাচ্ছে সময় রসাতলে! — বুঝছি কি? নতুন কিছু পাবো ভেবে, পাল্টে দিলেই খাবার নাম মাছভাজা হয় ফিসফ্রাই আর সঙ্গী হয় দ্বিগুণ দাম পাল্টে গেল আলু-ভাজা আজ নাম কি বাহারি তার! হাওয়ায় ফোলা প্যাকেট ভরে চিপস্ হল নাম যার! — বুঝছি কী? এক টাকার তা-ই পাঁচে কিনে স্ট্যাটাস গেলো বেড়ে গিন্নি খুশী হেঁকে বলেন, বাব্বাহ্! বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও বেজায় খুশি বটে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ — বুঝছি কী? -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে

সত্য কী?

সত্য কী? যে সত্য যার বিরুদ্ধে যায় তার কাছে তা-ই অসত্য হয় সত্য অসত্যের তফাৎ খোঁজ? মানুষের ভালোয় সত্য বোঝ বৃথা, সত্য মিথ্যার চিন্তা তাই মানুষের ভালোয় মিথ্যা নাই। * ছড়াটি অসম্পূর্ণ। ১৯/০৮/২০২২, ৮ঃ৩৮ সকাল।

রাজ ভিক্ষা

রাজ ভিক্ষা  ভক্ত বানাও ফ্রীতে - আলী হোসেন যত অন্ধত্ব তত রাজত্ব, খুশির খবর শোনো পেলে শিক্ষা রাজ ভিক্ষা, চাইবে না কেউ কোনো চাইবে যা তা দুর্মূল্য, না চাও যদি দিতে শিক্ষা দীক্ষা লাটে তুলে, ধর্ম শেখাও ফ্রিতে।  ধর্ম তোমার বর্ম হবে চিন্তা কেন করো বিদ্বেষী বিষ মিশিয়ে দিয়ে চুপ্টি করে সরো ভাতের খিদেয় ফোঁসে যদি সেটাও সামলে নিতে শিক্ষা দীক্ষা লাটে তুলে, ভক্ত বানাও ফ্রীতে। --------xx--------- ২৪/০৫/২০২২, ১১ঃ২৪ সকাল

আমায় দেখবে বলে

বৃষ্টি ভেজা সন্ধ্যাতে তোমার খোলা জানলাতে দাড়িয়ে আছো চুপটি করে  আমায় দেখবে বলে, বৃষ্টি হয়ে নামবো যখন একটু ছুঁয়ে দেখবে তখন ভিজবে তুমি দাড়িয়ে খোলা চুলে একটু ছোঁবে বলে তুমি আমায় দেখবে বলে আঁধার ছুঁয়ে যখন তুমি জাগবে সারা আকাশ চুমি আমায় ভেবে চুপটি করে তাকিয়ে থেকো একটু দূরে আঁধার রাতের জোসনা নিয়ে সাত মহাদেশ পাড়ি দিয়ে বাঁধবো গান এক তোমার জন্য একটু শুনবে বলে তুমি আমায় দেখবে বলে নতুন সুরে ভাসবে তুমি জাগবে তাতে এ মন ভূমি ফিরবে এ মন তোমার জন্য স্বপ্ন ফেরি করে সেই স্বপ্নে ভাসিয়ে ভেলা রামধনুতে রাঙিয়ে বেলা আনবো বাতাস তোমার জন্য বইবে সুরে সুরে আসবে তুমি বলে তুমি আমায় দেখবে বলে।

রোদ পোহাচ্ছ তুমি

সকাল-সন্ধ্যা এক করেছি, দেখতে মুখের হাসি তাইতো তো সকাল মুচকি হাসে ঘামের শিশির সঙ্গে আসে সেই শিশিরে ভিজিয়ে ভূমি নাটক করে বেচছো তুমি ঘামের ফসল শুষে নিতে, বলছো ভালোবাসি। যে-ই ফসলের করছি দাবি, দেশমাতাকে চুমি তখনই দেখি আকাশ ভেঙে পড়ছে স্বপ্ন রক্তে রেঙে সেই রক্ত লাগিয়ে জামায় দেশদ্রোহী সাজাও আমায় সেই রক্তেই পুড়ছি যখন, রোদ পোয়াচ্ছ তুমি।

হাত-মাথার কেচ্ছা

মাথা বলে হাত বড়ো পাজি ছোট লোক তাও হাত বলে আমি ছাড়া তুমি কীভাবে কী খাও? হাত বলে খেতে হয় খেটে খোঁজ রাখো কোন? তুমি শুধু খাও দাও আর কড়ি কাঠ গোনো মাথা বলে বেয়াদব দেখো এত কেন কথা হাত বলে বলি যদি কারণ  বুকে পাবে ব্যথা বল দেখি হতভাগা শুনি কারণ কী তার হাত বলে বলবে কীভাবে মুখ বাঁধা যার আমি খাটি তুমি খাও শুধু জানে বিশ্ববাসি বললে সে কথা মুখে তুমি দিয়ে দাও ফাঁসি কথা তাই বাঁধা থাক বুকে আজ শুধু গাই হাতে হাত রেখে বাঁধি সারি মাথা হতে চাই ------##------- ফেসবুকে দেখুন এখানে ক্লিক করে 

চোখ-কান-মন শোনে তিনজন

চোখ-কান-মন শোনে তিনজন : জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের একটি জনপ্রিয় ছড়া।  দেখছো তুমি, দেখছি আমি, দেখছি সকল সময় দেখছে সবাই, যা হয় তা-ই কেবল, আমিই দেখছি নাই কারণ কী তা খুঁজতে গিয়ে হোঁচট শুধুই খাই কী তার কারণ, অবশেষে বললে খাদেম ভাই চোখের সাথে কান ছিল না সঙ্গে ভোলা মন ছিল না চোখ-কান-মন দেখে তিন-জন মানছি না সব-সময়। শুনছো তুমি, শুনছি আমি,  শুনতে কান তো চাই-ই আমার সাথে শোনে খাদেম সঙ্গে শোনায় ন-ভাই হাতেম সে গজল মাঝে গাইলো খেয়াল খেয়াল করি নাই কারণ কী তা খুঁজতে গিয়ে আবার হোঁচট খাই কী তার কারণ, নেই যে বারণ খাদেম শোনায় গহীন কারণ চোখ-কান-মন শোনে তিন-জন, মোটেও মানো নাই। চোখ ছিল ঠিক, কান ছিল তাও, তবুও বুঝি নাই বোঝার জন্য মন দিয়েছি সঙ্গে শোনার ভান করেছি সবাই বুঝলো, মেঘ করলেও বৃষ্টি কেন নাই আমি কেন বুঝতে  কেবল শুধুই হোঁচট খাই খাদেম বলে শুনতে চাও মনের সাথে কানকে নাও চোখ-কান-মন বোঝে তিনজন, মোটেও ভুলতে নাই। ---------x---------- 📖 এবিষয়ে আরও পড়ুন : চোখ কান মন দেখে তিনজন পাঠকের প্রতিক্রিয়া ফেসবুকে দেখুন 👉👉দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের আরও ছড়া পড়ার জন্য নিচের লিঙ্কে ক্ল...

শুঁয়োপতি। আলী হোসেনের ছড়া

শুঁয়োপোকা নিয়ে ছড়া কবিতা : শুঁয়োপতি। লিখছেন আলী হোসেন।  ছোট্ট ছোট্ট পা ঘুরতে থাকে গাঁ  রঙিন ফুলে চোখ বেঁধে যায় মন যে সরে না, সবুজ পাতার নেশায় মাতে গালভরা সব রূপকথাতে এর দেখা যে মোটেও পাবেনা। সজনে গাছের গোড়ায় ভোরে কিংবা সবুজ পাতার পরে ঘাপটি মেরে দিন যে কাটে তার দিনের শেষে রাত্রি এলে আনন্দে সে হাত-পা মেলে যার খায় তার মটকে ধরে ঘাড় এরপর সেই সুদিন এলে ছোট্ট রঙিন পাখা মেলে ফুল ফুল তার ফুলের হলে বাড়, গুনগুনিয়ে গান ভাঙে আর পাল তুলে দে বাতাস গাঙে ভুবন ভোলায় আঁকড়ে ধরে দাড়।  --------------- 📗 ছড়াকার আলী হোসেনের লেখা ছড়া 'শুঁয়োপতি'।  ছড়াটি 'নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ' কর্তৃক প্রকাশিত 'আলোর ফুলকি' পত্রিকায় ২০১২ সালে প্রথম প্রকাশিত হয়।  👉👉দুই বাংলার জনপ্রিয় ছড়াকার  আলী হোসেনের  আরও  ছড়া  পড়ার জন্য  নিচের লিঙ্কে ক্লিক  করুন। ১)  প্রকৃতি বিষয়ক ছড়া  ছড়াকার আলী হোসেনের প্রকৃতি সংক্রান্ত ছড়া বা ছড়া কবিতাগুলোর সংকলন। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত দিয়ে ছড়াকারের সাথে থাকুন। ২)  রাজনৈতিক ছ...

আলোর দশা

আলী হোসেনের ছড়া / আলোর দশা / রাজনৈতিক ছড়া  আমার জন্য তোমার কথা তোমার জন্য আমার ভাবতে এখন খটকা লাগে বিশ্বাসেতেও আঁচড় জাগে রাগে অনুরাগে জমে, মেঘের মত দ্বেষ মন জানে না কেন। ভালোবাসার জন্য দামি জনে’র চেয়ে মনই মানি জাতের বেড়ার আগল ভেঙে ভালোবাসার ডিঙায় রেঙে তোমার মন পাড়ি দিতে, ভয় যে লাগে বেশ, মন জানে না কেন। পশুর চেয়ে দামি আমি বুক বাজিয়ে বলতে তুমি আজ বললে বিপদ বাড়ে দৈর্ঘ্য প্রস্থে এবং আড়ে সহজ পাঠের শেষে দেখি, বেড়েই চলে দ্বেষ, মন জানে না কেন। মন জানে না মনের কথা বলছি যখন যথা তথা একরত্তি আলোর খাতা, আলতো ছুঁয়ে চোখের পাতা বলল দেখ, তোমার ‘আলোর দশা’ শেষ --------------xx---------------- ছড়াকার আলী হোসেনের এই ধরণের আরও ছড়া পড়তে এখানে ক্লিক করুন 

আলী হোসেন । ছড়া । কুরবানি

আলী হোসেনের উৎসব বিষয়ক ছড়া : কুরবানি আমার মধ্যে যেজন আছে জিভটি করে লাল সেজন কি আজ লজ্জা পেয়ে মন যমুনায় সাঁতরে যেয়ে লোভের নোঙ্গর খুলে দিলো উড়িয়ে দিতে হাল আমার মধ্যে যেজন আছে চোখটি করে ‘বড়’ সেজন কি আজ উড়িয়ে ধুলো মনের যত ময়লাগুলো কুরবানি কি দিতে তাকে করলো সেসব জড়ো আমার মধ্যে যেজন আছেন দম্ভ-রঙে রেঙে তার কাছে কি আজকে এসে একটুখানি ভালোবেসে কুরবানি কি দিচ্ছি তাকে দম্ভ-দেওয়াল ভেঙে আমার মধ্যে আছেন যিনি টাটায় ভীষণ চোখ তার কানে কি বলছে বাতাস জাত না দেখে বন্ধু পাতাস কুরবানি দাও বলছে কি সে ভুলে বিভেদ শোক এরাই যদি আমার প্রিয় প্রেমের চেয়ে দম্ভ বড় তবে আমার বৃথাই বড়াই অর্থ দিয়ে দম্ভ বাড়াই কুরবানিতে করছি সোনার পাথর-বাটি জড়ো                 –---------/--------- দেখুন Your Quate এ

শুভরাত্রি

দিনের শেষে রাত্রি নামে, আকাশ কালো করে কালোর নিচে আলোর আভাস, তাতেই থাকে ভরে। ভরার ভাঁড়ার শূন্য হলেও, ভয় পেয়ো না তাতে কারণ, শূন্য ভাঁড়ার পুর্ণ করার রসদ থাকে রাতে। শুভরাত্রি..... প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন

প্ৰণমি নজরুল

কবি নজরুল ইসলামকে নিয়ে ছড়া প্রণমি নজরুল - আলী হোসেন শিকল ভাঙার শব্দ শোনাও বজ্রকণ্ঠে তুমি সেই কন্ঠে কন্ঠ মেলায় বন্দি মাতৃভূমি তোমার কণ্ঠে ভীষণ সূর্য ভয় পেয়ে যায় চুমি তাতেই মাথা নোয়ায় দস্যু তোলে ভারতভুমি ঝরছে পাতা ঝরছে ফুল বসন্ত নেই সঙ্গে তুমিই গাইলে মিলন গাথা বাঁধন হারা বঙ্গে আজও বাঁধি ছন্দ-সুরে তোমার অনুষঙ্গে তবুও হয় শিকড় ছেঁড়ার গান তো নানা রঙ্গে তোমার গানে বৃষ্টি নামে মরুর শুকনো বুকে সেই বৃষ্টিই ভাসায় ভেলা ভাসি মনের সুখে মনের অসুখ কাটাই নিয়ে প্রেমের বীণা বুকে সাহস করে সামনে চলি সরিয়ে ভীষণ দুখে প্রেম-সানাই বাজিয়ে তুমি বাঁধলে বিষের বাঁশি বিভেদ ভুলে শুধরে দিলে ভুল যে রাশি রাশি সাম্যের গান গাইলে কেউ হাসলে কুটিল হাসি মিশিয়ে নর এবং নারী বললে ভালোবাসি নর ও নারী পরাগ-রেণু নয় তো অন্য কিছু দু'য়ের মিলন জীবন গড়ে হয় না ভিন্ন কিছু জীবনবীণা বাজিয়ে তুমি গাইলে অনেক কিছু তাই তো তোমায় সামনে নিয়ে হাঁটছি পিছু পিছু রঙ চটেছে ছবির ফ্রেমে নয় সে চোখের ভুল তোমার স্বপ্নে বিভোর দুটো এক বৃন্তের ফুল শিউলি ফোটা সকাল যখন সংগতে বুলবুল গানের বীণায় তোমায় ভাবি প্ৰণমি নজরুল ---------//------- গতকাল লেখা (২৫/০৫/২০২১...

চোরকে মোটেই চোর বলতে নাই

হলে, মরণকালে বুদ্ধিনাশ ধানকে বলে দুব্ব ঘাস ভাবছেন                  পটলা কিছুই বোঝে না চোর ধরতে সান্ত্রি এলো কাকের ধন বগায় খেলো ভাবছেন                  পটলা কিছুই জানে না এলো, চোর ধরতে চৌকিদার চোরের মালা গলায় তার ভাবছেন               পটলা কিছুই দেখছে না হঠাৎ পটলা তুললো হাই বলে,এক রত্তি মিথ্যা নাই ভাবুন                সত্যিই কিছু দেখছি না চৌকিদারের চটির তলায় চোরে যদি গলা গলায়  শুনুন              বলছি কিছু সত্যি ভাই সে ধানকে ঘাস বলতে পারে চাইলে পকেট কাটতে পারে চোরকে                 তবু চোর বলতে নাই              -----//-------

ইদের গান - ২

ইদের গান - ২, ছড়াকার আলী হোসেনের করোনা সংক্রান্ত একটি জনপ্রিয় ছড়া।  ইদের খুশি বন্দি ঘরে,  বলছে কোনো উপায় নেই বাঁকা চাঁদের বুকের কোণে কষ্ট গাঁথা গহীন মনে আঁধার জমা সকাল এসে বলছে শোনো ছদ্মবেশে ভয় পেয়ো না তোমার সঙ্গে, আমার কোনো বিরোধ নেই। ইদের খুশি জানলা খুলে, বলছে সময় সুখের নয় আসছে বছর আসবো ফিরে, বসবো ঠিকই তোমায় ঘিরে রঙিন স্বপ্নে মনটা খুলে গাইবো গজল বিভেদ ভুলে,  রাম-রহিমের সাথে সুখে, কাটবে সময় মিছে নয়।                ------//----- ছড়াকার আলী হোসেনের উৎসব বিষয়ক আরও ছড়া পড়তে এখানে ক্লিক করুন । 

ভাবো

ভোট হয়েছে ভোট দিয়েছো, নেতা হলেন যারা তাদের জন্য আর কিছু নয়, মানুষ যাচ্ছে মারা ভুল না? ভাবো তুমিই মারছো তুমিই মরছো মাথায় কিছুই নাই ভেবে দেখো নেতার কথায়, ভাইকে মারছে ভাই ভুল না? ভাবো কেউ বলছে হিন্দু মরছে, কেউ বা মুসলমান কানের জন্য চিলের পিছু ছোটে না বুদ্ধিমান ঠিক না? ভাবো ভোটের পরে মরছে কারা, নেতা মন্ত্রী মোটেই নয় সেফ জোনেতে খেলছে তারা তোমার শিরায় ভয় সত্যি না? ভাবো তোমার মাথায় শূন্য ঘোরে, মগজ ঘোরাও তাতে তোমার মাথায় কাঁঠাল রেখে নেতা না খায় যাতে ভুল কথা? ভাবো ভুল বোঝাতে ব্যস্ত নেতা, মাথায় কিচ্ছু ঢোকে না ধর্ম দিয়ে বিভেদ ছড়ায়,  বুঝতেই তুমি পারো না ঠিক না? ভাবো গণতন্ত্র মানে তোমার শাসন, নেতার শাসন নয় একবারও কি ভাবছো তুমি উল্টো কেন হয়? ভাবো না, তাই গরিব মারছো গরিবকে, ভাবছো হিন্দু মুসলমান এ ভুল যদি শুধরাও তুমি চিল নেবে না কান এছাড়া মুক্তি? নাই

আলী হোসেনের জনপ্রিয় ছড়াগুলো পড়ুন

একলা হলে

একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন  তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা  বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে  একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত  একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------

সাগরের জল

সাগরের জল শুকায় না তাই দিলে কয়েক ফোঁটা তাতেই আঁচল ভরলো মায়ের হল সূর্য শুরু ওঠা সেই জলেতেই ভিজলো কুঁড়ি ফুটলো মুখে কথা সেই কথাতেই লিখি এখন সকাল-সাঁঝের গাথা গাথার পাহাড় তোমায় নিয়ে তুমি প্রাণের নাগর তোমার জলেই সিক্ত মধু সেচেন সিন্ধু সাগর সেই সাগরের মুক্ত এখন জ্বালায় দেখি আলো সেই আলোতে রাঙিয়ে ওঠে মায়ের সিঁথির লালও তোমার জলের জোয়ার যখন গর্জায় বারংবার সেই জোয়ারে গুঁড়িয়ে যে যায় সাদার অহংকার সে অহংকার তোমার সাজে গর্জে ওঠে স্বর মায়ের ডাকে শুকায় দেখি মাতাল দামোদর সাগর জলেই মেশে যেমন ময়লা জলের ধারা তারই বুকে আছড়ে পড়ে হয় সে বাঁধন হারা তেমন করেই তোমার বুকের ঠিকরে এলো আলো তোমার জন্য আঁধার গুলোও আলোয় ধুঁয়ে গেলো সেই আলো আজ নিভুনিভু আঁধার ঢাকছে ঘর সেই আঁধারের গেরুয়া বাতি করছে আপন পর এসব তুমি দেখছো কি আজ বলো উচ্চ করে শির যে-শির তোমার চেনায় আজও তুমি বিদ্যাসাগর বীর ------- দেখুন ফেসবুকে : এখানে ক্লিক করুন

শরৎ গাথা

শরৎগাথা: ছড়াকার আলী হোসেনের দুই বাংলার জনপ্রিয় ছড়া  ্র আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি               এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে। আকাশ মাটির মনের কথা জল করেছে বুকের ব্যথা মুখের কালো দূর করেছে বেশ, ভাদ্র এসে                 ভদ্র বেশে আশ্বিন তার সঙ্গে মেশে শিউলি-কাশে ভরিয়ে দিল দেশ। শরৎ এলো হাওয়ায় ভেসে শিশির তারই সঙ্গে মেশে ঘাসের ডগায় রুপোর নাকের ফুল শরৎ আনে                    নতুন মানে দোয়েল শ্যামার নতুন গানে বাবুই বোনে নতুন কানের দুল কমতে থাকা বিলের জলে ডাকপাখিরা হেঁটে চলে পানকৌড়ি ডুবমারে মাছ ধরতে, এমন মাসে                 দুর্গা আসে লক্ষ্য থাকে অ...

চোখ-কান-মন শোনে তিনজন

চোখ-কান-মন শোনে তিনজন : জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের একটি জনপ্রিয় ছড়া।  দেখছো তুমি, দেখছি আমি, দেখছি সকল সময় দেখছে সবাই, যা হয় তা-ই কেবল, আমিই দেখছি নাই কারণ কী তা খুঁজতে গিয়ে হোঁচট শুধুই খাই কী তার কারণ, অবশেষে বললে খাদেম ভাই চোখের সাথে কান ছিল না সঙ্গে ভোলা মন ছিল না চোখ-কান-মন দেখে তিন-জন মানছি না সব-সময়। শুনছো তুমি, শুনছি আমি,  শুনতে কান তো চাই-ই আমার সাথে শোনে খাদেম সঙ্গে শোনায় ন-ভাই হাতেম সে গজল মাঝে গাইলো খেয়াল খেয়াল করি নাই কারণ কী তা খুঁজতে গিয়ে আবার হোঁচট খাই কী তার কারণ, নেই যে বারণ খাদেম শোনায় গহীন কারণ চোখ-কান-মন শোনে তিন-জন, মোটেও মানো নাই। চোখ ছিল ঠিক, কান ছিল তাও, তবুও বুঝি নাই বোঝার জন্য মন দিয়েছি সঙ্গে শোনার ভান করেছি সবাই বুঝলো, মেঘ করলেও বৃষ্টি কেন নাই আমি কেন বুঝতে  কেবল শুধুই হোঁচট খাই খাদেম বলে শুনতে চাও মনের সাথে কানকে নাও চোখ-কান-মন বোঝে তিনজন, মোটেও ভুলতে নাই। ---------x---------- 📖 এবিষয়ে আরও পড়ুন : চোখ কান মন দেখে তিনজন পাঠকের প্রতিক্রিয়া ফেসবুকে দেখুন 👉👉দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের আরও ছড়া পড়ার জন্য নিচের লিঙ্কে ক্ল...

শুভ নববর্ষ

শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া :  শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা  নতুন করে বলি বলে, পুরানো পায় নতুন রূপ নতুন করে পাবো বলে, নতুন করে জ্বালাই ধূপ — বুঝছি কি? এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি চিনছি গিয়ে, রেষ্টুরেন্ট আর শপিংমলে! এ নতুন যে ভাঙছে বাঁধন, যাচ্ছে সময় রসাতলে! — বুঝছি কি? নতুন কিছু পাবো ভেবে, পাল্টে দিলেই খাবার নাম মাছভাজা হয় ফিসফ্রাই আর সঙ্গী হয় দ্বিগুণ দাম পাল্টে গেল আলু-ভাজা আজ নাম কি বাহারি তার! হাওয়ায় ফোলা প্যাকেট ভরে চিপস্ হল নাম যার! — বুঝছি কী? এক টাকার তা-ই পাঁচে কিনে স্ট্যাটাস গেলো বেড়ে গিন্নি খুশী হেঁকে বলেন, বাব্বাহ্! বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও বেজায় খুশি বটে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ — বুঝছি কী? -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে

হিমুর সহজপাঠ

হিমুর সহজপাঠ আলী হোসেনের ছড়া : হিমুর সহজপাঠ  অ  অমল বানায় নতুন বাড়ি, আজিজ গাঁথে ইট সেই বাড়িতে কে উঁকি দেয়, সুতোয় দিতে গিঁট আ  আকাশ বলে হেসে হেসে, শোনরে বোকা আলী মশলায় রাজা মেশায় জানিস দ্বেষ মেশানো বালি ই ইদের সিমাই যখন নিমাই মনের সুখে খায় বুক ভরে যায় কাসেম শেখের রাজায় আঁড়ে চায় ঈ ঈশ্বর হাসে এসব দেখে মানুষ বেজায় বোকা বোঝে না সে আমার নামে শয়তানে দেয় ধোঁকা উ উড়ে এসে বিভেদ বাড়ায় সব শোষকের ভাই মানুষ কবে বুঝবি তোদের পৃথক করি নাই ঊ ঊনিশ বিশে ধানের শীষে মোহর ধরায় যারা ধর্মের ষাঁড় গোলায় ভরে, পায় না খাটে যারা ঋ ঋষি মশাই শোনায় শমন, ধর্মেতে নেই মতি জাহান্নাম আর নরক যে তোর করবে ভীষণ ক্ষতি এ এক্কা গাড়ি দেবে ছাড়ি চড়বে হওয়াই গাড়ি ধর্ম রক্ষায় ক্ষুদ্র জীবন যারাই দেবেন ছাড়ি ঐ ঐ দেখা যায় শত্রু তোমার, খড়গ তুলে ধরো জীবন যদি যায় তবে যাক, ধর্ম রক্ষা করো ও ওই দেখা যায় স্বর্গ তোমার বৃথাই খোঁজো সুখ ধর্ম শত্রুই আসল শত্রু, মারলেই ঘোঁচে দুখ  ঔ ঔষধ পত্র ছেলের শিক্ষা কিম্বা মেয়ের বিয়ে এসব কিছুই তুচ্ছ দেখো ধর্মেতে মন দিয়ে ক কমল কাকুর মন ভরে যায়, গোলাম আলীর গানে ...

চকলেট ও খোকা

চকোলেট খেলেই জেনো, দাঁতে ধরবে পোকা শুনে কথা মনের ব্যথা ভীষণ গেল বেড়ে মায়ের উপর ভীষণ রেগে কাঁদলো গলা ছেড়ে ভাবলো খোকন বোঝেনা মা, এক্কেবারে বোকা। চকলেটে মা কী আছে গুন, বোঝেনা কেউ যেন সেকেলে সব ভাবনা ভেবে শুধুই চলে বকে গুণের খবর রাখেনা তাই মরছি আমি শোকে মায়ের প্রশ্ন বোঝাই তবু, বোঝেনা খোকা কেন? উৎস : ড্রাইভ , YourQuote 24/10/2017

মজার মানুষ

মজার মানুষ :  ছড়াকার আলী হোসেনের একটি অনবদ্য রাজনৈতিক ছড়া।  মজার দেশে আছি আমি ভাবতে মজা লাগে হাভাতেরা ফসল ফলায় লুটেরা নিয়ে ভাগে ফলায় যারা পায়না তারা পেট ভরেনা তাদের আমরা খেয়ে উদর ভরি যোগ্যতা নেই যাদের  ওদের আছে গতর কিন্তু বুদ্ধি ভীষণ মোটা ভাই ভাইয়ের মাথা ফাটায় নিয়ে লাঠিসোটা আমি যখন হেঁকে বলি, কান নিয়ে গেল চিলে কানে হাত না দিয়েই বেটা ভাইটাকে খায় গিলে  মধু খাবো বলে যখন ঢিল ছুড়ি মৌচাকে বোকার বেটা লাফ দিয়ে খায় মাছির কামড়টাকে বাজি রেখে বউটাকে সে ধর্ম রক্ষায় ছোটে দুবেলা ভাত জোটেনা কেন ভুলেই খাটে ভোটে ধর্মের নামে যমের দড়ি গলায় পরে তাই আমিই শত্রু ভুলে গিয়ে ভাইকে মারে ভাই  -----------##---------- প্রকাশিত, বাংলাদেশ থেকে। 07/04/2018  4:35 পিএম

নারী

নারী আলী হোসেন নানান রূপে দেখাও দেখি চিনতে তবু পারি রংধনু রং মেখে তুমি স্বপ্ন দেখাও ভারী নানান রূপে সামনে এসে আগলে রাখো যেই ভাবতে পারি মায়ের এরূপ তুলনা যার নেই দুঃখ সুখের ঘরে যখন বিষম বাতাস বায় পালের মত হালের পাশে প্রিয় তোমায় পায় নানান রূপে যখন দেখি মায়ের মত মুখে দু’গাল ভরে সোহাগ ছাপো কন্যা হয়ে বুকে কিশোর কালে কিশোরী হও বন্ধুর বেশে এসে ফাগুন মাসে আগুন হয়ে পোড়াও ভালোবেসে পোড়াও পোড় ভাঙো গড় সঙ্গী যখন আমি দু’য়ের মধ্যে এক'কে বলা যায় না মোটেও দামি দু'হাত ছাড়া কেউ যেহেতু কিচ্ছুটি নাই পারি এক হাত তার পুরুষ হলে অন্যটা ঠিক নারী।

বাবার বাবা

আলী হোসেনের ছড়া - বাবার বাবা এ সবই তার রেশ তোমার কাছে চাইবো কিছু এত সাহস কোথায় তবু তুমি বুঝতে পারতে চেয়ে চোখের তারায় চাইছি আমি কী তোমার বুকে বুক রাখলে বুকটা উঠতো ফুলে সব সংশয় শুকিয়ে যেত ঠোঁটটা ঠোঁটে ছুঁলে ভয়টা আবার কী! ফিরতে তোমার দেরি হলেই, বুকটা হত ভারী এপাশ ওপাশ ফিরেই শুধু নিদ্রা যেতো ছাড়ি বুঝতে পারি আজ তোমার বুকে পা তুলে দে জড়িয়ে তোমার গলা তোমার বুকে মুখটা গুঁজে ভয়কে ঝেড়ে ফেলা কত সহজ কাজ আমি এখন বুঝি সবই বোঝাই তাকে কত ছেলে আমার বলে এসব ছেলে-মানসি যত বুঝতে পারি বেশ আমার যখন বয়স ছিল আমার ছেলের মত এসব শুনে মন বলত দুর, 'আদিখ্যেতা যত' এ সবই তার রেশ ----------xx---------