হিন্দু হিন্দু ভাই ভাই মুসলিম মুসলিম ভাই ভাই! এর ভেতরে সত্য নেই হিন্দু হিন্দু ভাই ভাই! এটাও ভাবার যুক্তি নেই ধর্ম বেচে খাচ্ছে যারা, এসব কথা শেখায় তারা এর ভেতরের গহীন মানে সে-সব শুধু তারাই জানে এবং বোঝে এবং মানে, যার মাথাতে গোবর নেই, হিন্দু হিন্দু ভাই ভাই! এর চেয়ে বড় মিথ্যে নেই। রাজায় রাজায় দোস্তি করে, উলু খাগড়ায় কুস্তি লড়ে রাজা এটা ভালই জানে, তারা নিজের সাথে নিজে লড়ে মুচকি হেসে মুখটা খুলে চায়ের কাপে ধোঁয়া তুলে বোঝায় কাকে শত্রু ব’লে ধর্ম রক্ষার নানান ছলে গুলিয়ে দিয়ে শত্রু কারা, তোমার বুকেই ত্রিশূল ছোড়ে নিজের জীবন বাজি রেখে, তুমি সাজো রাজার বোড়ে ---------xx--------- পাঠকের প্রতিক্রিয়া দেখুন এখানে
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি শিখতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি সে, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা আজ, নাম হল তার বাহারি পেটফোলা সে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি একের তাকেই কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে না কি, এ নতুন যে ভাঙতে শেখায়, অসময়কে সমানতলে! পাল্টে গেল আলু-ভাজা, তার নাম হল কি বাহারি তার! পেটফোলা হল চিকনকালা চিপস্ নামে খুব মানায় যার! এক টাকার সে পাঁচ টাকায় এলো, স্ট্যাটাস গেল বেড়...