ইদের সকাল আজ এসেছে আঁধার নিয়ে মাঝে অন্য সুখে, ইদগাহ আজ থাকবে ফাঁকা সকাল থেকে সাঁঝে শুন্য বুকে। শুন্য বুকে টান ধরেছে দেখি সময় ক'রে মান শূন্য মনে, গোদের ওপর বিষফোঁড়া সে করোনা আমফান এ দুর্জনে। কোলাকুলি নয় খোলাখুলি সময় বলছে আজ শোনো ভাই, মনে সবার মন মিশিয়ে দাঁড়া শিকেয় তুলে সাজ এটাই চাই। মন দিয়ে মন কাছে এসো তুমি দুহাত দূরে তাদের পাশাপাশি, হাত সরিয়ে ঈদের খুশির ভাগ বিলিয়ে হও ওদের মুখের হাসি। বুকে বুকে বুক মেলানোর খুশি বিলিয়ে দিয়ে সুখ ওদের ঘরে কাছে আসি তুমি এবং আমি বাঁধতে ভাঙা বুক নিঃস্ব ক'রে। দেখুন ফেসবুকে এখানে ক্লিক করে
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------