আ বু শা মা ছড়াকার আলী হোসেনের ছড়া কবিতা আবু শামা। ছবি : টিভি নাইন বাংলার আবু তোর বড্ড বেশি জেদ ছেড়া কাঁথায় শুয়ে দেখাস দ্বিতীয় হওয়ার খেদ আবু তোর সাহস বেজায় ভারি অভাব মাথায় নিয়ে টানিস ব্যর্থতাতে দাঁড়ি আবু তুই স্বপ্ন দেখিস ভারি আধ পেটা ভাত খেয়ে দেখাস মেধার খবরদারি আবু তুই দেখাস বাহাদুরি ভাগ চাষেতে ভাগ্য সপে খেলিস লুকোচুরি আবু তুই বড্ড বেশি ‘বোকা’ ভক্তদের বুক ভেঙে দিলি মস্ত বড় ধোঁকা আবু তুই মাদ্রাসায় না পড়ে ভক্তের ভাগাড় শূন্য করলি শনির বাহন চড়ে আবু তোর সপ্নের নেই ছাঁদ বামন হয়ে ছুঁতে যে চাস ইউপিএসসির চাঁদ আবু তুই আলোর ছবিয়াল দামেস্কেতে ইতিহাস হলি বাংলায় কবিয়াল? আবু তোর স্বপ্ন দেখার ঝোঁক বাঁচিয়ে রাখিস হটিয়ে দিয়ে কষ্ট কেনার লোক ---------------xx-------------- পাঠকের মতামত দেখুন ফেসবুকে ২৬/০৫/২০২৩, রাত্রি ২ : ২৯
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------