ঝন্টের ঝামেলা আলী হোসেন ছড়া : ঝন্টের ঝামেলা - আলী হোসেন এই ব্যাটা ঝণ্টে, তোর স্লেট কোনটে ধর কষে বাগিয়ে লেখ ‘ক’, খুব মন লাগিয়ে। ‘ক’ লিখতে ‘ব’ লিখে, হল সে হাজির হতভাগা এত বড়, পা-ঝাড়া পাজির। রেগে গিয়ে শিক্ষক, বলে কেশে খক খক এই তোর ‘ক’! দেখাচ্ছি মজা, এই বেলা চ’। উত্তরে ঝন্টে, বলে বা! ভুল হল কোনটে? ‘ক’ লিখতে ভুলে গেছি ‘ব’এ দিতে আঁকড়া রাগ যদি না করেন, খেতে দেব কাঁকড়া। রেগে-গিয়ে শিক্ষক, মাথায় দিল গাঁট্টা চোখ মোটা করে বলে, মোর সাথে ঠাট্টা! --------xx------ রচনাকাল : ১৭/০৩/১৯৯৪ প্রকাশকাল ও পত্রিকা : ‘বোধন’ সাহিত্য পত্রিকা ২৭/০২/১৯৯৮
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------