ছানি আলী হোসেন গণতন্ত্রের মুখোশ পরে ঘুরছে দেশের রাজা রাজ ভিক্ষার আশায় প্রজা খাচ্ছে গরল গাঁজা রাজায় রাজায় পিরিত দেখেও হুশ ফেরেনা তাই রাজ পিরিতে বেহুস হয়ে ভাইকে মারে ভাই। ভাইয়ের রক্তে রাঙাও দু'হাত রাজার প্রেমে পড়ে রাজায় রাজায় দোস্তি ক'রে উলু খাগড়ায় মরে গণতন্ত্রের গাজন শুনে শিরদাঁড়া দাও এলিয়ে স্বপ্ন দেখার সাহস খোঁজো চক্ষু দুটো মেলিয়ে। জ্ঞান চক্ষুতে ছানি তোমার সন্ধ্যায় দেখো সকাল জানলে না কে লিখছে কেন তোমার ভাঙা কপাল। ---------xx--------- ✍️ পাঠকের মতামত 👉 দেখুন ফেসবুকে
একলা হলে - আলী হোসেন একলা হলে : আলী হোসেন তুমি কি দেখবে খুলে ইমেল গেলে তোমার নামে তাতে কী শিশির ভেজা সুবাস আছে পাতায় মুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে দুচোখ মেলে তার বুকেতে লুকিয়ে রাখা সোহাগ মাখা টুকরো কথা বুকটা জুড়ে ভেবো, একটু একলা হলে তুমি কি দেখবে খুলে মনের ভুলে তোমার নামে একমুঠো রোদ পাঠিয়ে ছিলাম সংগোপনে মাখবে বলে ভেবো, একটু একলা হলে তুমি কি অচিনপুরে ভর দুপুরে একলা থাকো আমায় ভেবে আজও কি আগুন রাঙা পলাশ ফোটে মন চাতালে একলা হলে বোলো, একটু সময় পেলে তুমি কি সেই চাতালে মন মাতালে জলের মত আমায় ভেবে তুমি কি লিখবে ভুলে ইমেল খুলে সে সব কথা সময় পেলে ভেবো, একটু একলা হলে আমি তো বেশ ভাবতে পারি জাগতে পারি তোমায় ভেবে রাত্রি যেই পেখম মেলে নিশুতি হয় আগের মত একলা হলে ভেবো, তুমিও সময় পেলে আমি তো বেশ থাকতে পারি চোখ ডুবিয়ে তোমার মেলে তুমি ঠিক লিখছো কিছু হাঁটছো পিছু আমায় ভেবে একলা হলে ভেবো, একটু সময় পেলে। ------------xx-----------